Showing posts with label কবিতা ও গান. Show all posts
Showing posts with label কবিতা ও গান. Show all posts

Saturday, 21 May 2022

জীবনের হিসাব   -- সুকুমার রায়

জীবনের হিসাব -- সুকুমার রায়

জীবনের হিসাব 
  -- সুকুমার রায়

বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে 
মাঝিরে কন, “বলতে পারিস সূর্য কেন ওঠে? 
চাঁদটা কেন বাড়ে কমে? জোয়ার কেন আসে?” 
বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলফেলিয়ে হাসে, 
বাবু বলেন, “সারা জীবন মরলিরে তুই খাটি, 
জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি!”
খানিক বাদে কহেন বাবু, “বলত দেখি ভেবে 
নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে? 
বলত কেন লবন পোরা সাগর ভরা পানি?” 
মাঝি সে কয়, “আরে মশাই অত কি আর জানি?” 
বাবু বলেন, “এই বয়সে জানিসনেও তা কি? 

জীবনটা তোর নেহাত খেলো, অষ্ট আনাই ফাঁকি!”
আবার ভেবে কহেন বাবু, “বলত ওরে বুড়ো, 
কেন এমন নীল দেখা যায় আকাশের ঐ চূড়ো? 
বলত দেখি সূর্য চাঁদে গ্রহন লাগে কেন?” 
বৃদ্ধ বলেন, “আমায় কেন লজ্জা দিছেন হেন?” 
বাবু বলেন, “বলব কি আর বলব তোরে কি, তা,- 
দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা।”
খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে, 
বাবু দেখেন নৌকাখানি ডুবল বুঝি দুলে। 
মাঝিরে কন, “একি আপদ ওরে ও ভাই মাঝি, 
ডুবল নাকি নৌকো এবার? মরব নাকি আজি?” 
মাঝি শুধায়, “সাতার জানো?” মাথা নারেন বাবু, 
মূর্খ মাঝি বলে, “মশাই এখন কেন কাবু?
বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, 
তোমার দেখি জীবন খানা ষোল আনাই মিছে।”

 জীবনের হিসাব 
  -- সুকুমার রায়

Thursday, 29 August 2019

আপ্যয়িত অতীথি।তমা ইয়াসমিন

আপ্যয়িত অতীথি।তমা ইয়াসমিন

আপ্যয়িত অতীথি।
তমা ইয়াসমিন

দৃশ্যপট পাল্টে গ্যাছে বহু অাগে!
অথচ পাল্টাতে পারিনি অকৃতজ্ঞের মত সেই পুরানো অামি!
শিশিরে ভেজা বলো অার বসন্তের লিলায় বলো!
প্রতিটি শব্দের ভাজে'ই রয়েছে কুমারি কবিতা!
দরজার কপাট বন্ধ কিবা খোলা....
কিছুই এসে যায় না তাতে!
শরীরজুড়ে গাদানো সাদা পালোকে,
ডানা খোঁজার প্রয়োজন নেই সেখানে!
রোদ্দুর না লাগলেও ওম এর কমতি হবে না কোনো কালেও!
সে ভরসা অসীম......
মিলেমিশে একাকার হবো শূণ্যে!
তল-অতল বুঝিনা!
ভাবনার রাজ্যে রাজার রাণী হবো শর্তবিহীন!
চাইনা হিরা খুঁচিত মূকুট!
চাই শুধু অগাধ বিশ্বাস....
জানতে অার ইচ্ছে করে না!
ভেতরের মানুষটাকে নিজ স্বত্বায় সম্পূর্ণ্য
করতে চাই!
নিভে গেছে যতটুকু অালো তার!
তারপর !
তারপর দেখেছি তারে নিশুথী রাতে
দু'চোখ বন্ধ করে!
খোলা চোখে অন্ধ হয়ে যাই!
বিশ্বাস করো,
সীমা অতিক্রম করার সাধ্য অামার নাই!
তুমি কেনো ভুলে যাও,
অামি তোমারি অাপ্যয়িত অতীথি!
__________________________
তমা!
10-2-19

Thursday, 5 July 2012

তুমি আছো বলেই আমি ভুলেছি আমাকে

তুমি আছো বলেই আমি ভুলেছি আমাকে


তুমি আছো বলেই আমি ভুলেছি আমাকে,

জেনেছি গভীরতম দুঃখও মাঝে মাঝে

কারো হাসিতে হারিয়ে যেতে পারে।

ঠিক যেমন বিদীর্ণ মরুর বুকে জন্ম নেয় ছায়াবৃক্ষ।

কল্পনার বিস্ময়তা ভীরু চোখে তাকায়

আমার বাস্তবতাকে,

তোমার স্পর্শে যেন লাল গোলাপটিও জেগে উঠে,

জেগে উঠে কবিতার শব্দগুলো।

নীরব চাহনি যে এত কিছু বলে,

তাও তোমার জন্যই যেনেছি।

অনেক কিছু জেনেও,

যেন নির্বোধ হয়ে থাকি তোমার কাছে।

এক মুহূর্তে আমি ক্লান্তিহীন আনন্দে,

ঠিক পরের মুহূর্তে বিষাদের রাজ্যে।

চলতে থাকে এ রাজ্য বদল,

চলতে থাকে তোমার হেঁয়ালি ভালবাসা ।

Sunday, 18 March 2012

আমি বলছি না ভালোবাসতেই হবে

আমি বলছি না ভালোবাসতেই হবে

আমি বলছি না ভালোবাসতেই হবে , আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য ।
বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত ।


আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ আমাকে খেতে দিক । আমি হাতপাখা নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না,
আমি জানি, এই ইলেকট্রিকের যুগ
নারীকে মুক্তি দিয়েছে স্বামী -সেবার দায় থেকে ।
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক :
আমার জল লাগবে কি না, নুন লাগবে কি না,
পাটশাক ভাজার সঙ্গে আরও একটা
তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না ।
এঁটো বাসন, গেঞ্জি-রুমাল আমি নিজেই ধুতে পারি ।


আমি বলছি না ভলোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরোজা
খুলে দিক । কেউ আমাকে কিছু খেতে বলুক ।
কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে
জিজ্ঞেস করুক : 'তোমার চোখ এতো লাল কেন.... ?'
কবিতাঃ 'তোমার চোখ এতো লাল কেন?'
কবিঃ 'নির্মলেন্দু গুন'
(ভাল লাগলে শেয়ার করুন)